ইপোক মেন্টর্স এবং এর উদ্দেশ্য
ইপোক মেন্টর্স একটি ই-লার্নিং প্ল্যটফর্ম। আমরা চাই সবচেয়ে কম খরচে সেরা লার্নিং নিশ্চিত করতে।
আমাদের মূল উদ্দেশ্য উপযুক্ত স্কিল ডেভেলপমেন্টে মানুষকে সর্বাত্মক সহযোগিতা করা। এছাড়াও আমরা চাই আগামী ৫ বছরে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে দেশের ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে।
ইপোক মেন্টর্স বিভিন্ন বিষয়ের উপর ফ্রি কোর্স অফিসিয়াল YouTube Clannel এ আপলোড করে থাকে। এছাড়াও ওয়েবসাইটে পেইড কোর্স বিক্রি করে থাকে।
ইপোক মেন্টর্সের রয়েছে বিভিন্ন পার্সোনাল কমিউনিটি। যেখানে কোর্স অনুযায়ী স্টুডেন্টরা যুক্ত হতে পারেন এবং নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন ও সমাধান পেতে পারেন। ফলে শেখার প্রসেস হয় অনেক বেশি আনন্দদায়ক।
নতুন নতুন স্কিল আয়ত্ত করাকে আনন্দদায়ক ও সহজ করতে কাজ করে যাচ্ছে ইপোক মেন্টর্স। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
আশাকরি আমাদের উদ্দেশ্য পূরণে আপনাদের ভালোবাসাই হবে আমাদের মূল প্রেরণার উৎস।